
সাইবার নিরাপত্তা আইনের থাবায়- স্বতঃপ্রনোদিত বিধিনিষেধের ছায়াতে বাংলাদেশের কুইয়ার আন্দোলন।
বাংলাদেশে সংখ্যালঘু কুইয়ার ব্যক্তি, সংগঠন ও অধিকারকর্মী সম্প্রদায় ইতোমধ্যেই রক্ষণশীল সমাজের ছায়ায় অবস্থান করতে সংগ্রাম করছে। এর উপর সাইবার সিকিউরিটি অ্যাক্ট ২০২৩ এর মতো দমনমূলক আইনের অধীনে তারা আরও বড় হুমকির সম্মুখীন।